ম্যানচেষ্টার, ১৬ মে ২০২২:
ব্যাপক উৎসাহে, স্বতস্ফূর্ত অংশগ্রহণে এবং অনাবিল আনন্দে ১৫ মে ২০২২ তারিখে ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাই-কমিশন প্রাঙ্গনে বাংলা নববর্ষ-১৪২৯ উদ্যাপিত হয়েছে। সস্ত্রীক চীনের কনসাল জেনারেল, ইরাকের কনসাল জেনারেলসহ কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, মেয়র, নির্বাচিত জনপ্রতিনিধি এবং পাঁচ শতাধিক বৃটিশ বাংলাদেশীদের বর্ণিল অংশগ্রহণে সহকারী হাই-কমিশন প্রাঙ্গন যেন বৈশাখে চিরাচরিত বাংলাদেশের সাবলীল রূপ ধারণ করেছিল।
দিনব্যাপী আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানটি মঙ্গল শোভাযাত্রা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ দিয়ে শুরু হয়। শিশু-কিশোর এবং বড়দের জন্য আয়োজিত বিভিন্ন রকমের খেলাধুলা এবং অনুষ্ঠানের মাধ্যমে ম্যানচেষ্টারের বৃটিশ বাংলাদেশীরা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি এবং হাজার বছরের সংস্কৃতি উদ্যাপনের একটি উপলক্ষ্য পেল। বিদেশী আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশের বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সকলকে বাংলাদেশের নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দৃঢ় চিত্তে এগিয়ে যাওয়া বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাময়িকভাবে স্থানান্তরিত বঙ্গবন্ধু কর্ণারে শিশু-কিশোরসহ সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লিখিত বিভিন্ন পুস্তক, পুস্তিকা এবং গ্রাফিক নোভেল পাঠ করেন। সহকারী হাই-কমিশন প্রাঙ্গণে স্থাপিত স্টল হতে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। স্থানীয় সাংস্কৃতিক দল দিনব্যাপী গান বাজনা সহ নানা অনুষ্ঠান পরিবেশন করে। সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান তার শুভেচ্ছা বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করেন যে, জাতির পিতার শ্রেষ্ঠ উপহার স্বাধীন বাংলাদেশের কারণেই বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের বুকে সকলের সঙ্গে বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য উদ্যাপন সম্ভব হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া অদম্য বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের, বিশেষ করে নতুন প্রজম্মের বাংলাদেশী উদ্যোক্তা ও পেশাজীবীদের আরো বেশী অংশগ্রহণ করার আহ্বান জানান।
দীর্ঘদিন পর ম্যানচেষ্টারে আয়োজিত এরূপ সাংস্কৃতিক মেলবন্ধন আরো অধিকহারে আয়োজনের জন্য প্রবাসী বাংলদেশীরা সহকারী হাই-কমিশনের প্রতি অনুরোধ জানান।