Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 18th March 2024
Press Release

বাংলাদেশ দূতাবাস, আংকারায় তুরস্কের শতাধিক এতিম শিশুদের ইফতারে আপ্যায়নের মাধ্যমে জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন

 

১৭ মার্চ ২৪/ আংকারাতুরস্ক :

 

বাংলাদেশ দূতাবাস, আংকারায় যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এম আমানুল হক দুতাবাসের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।


 
অত:পর মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তাগণ কর্তৃক মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে তথ্যচিত্র প্রদর্শিত হয়। রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনি বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন পালন শুধু আনুষ্ঠানিকতা নয় বরং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা এবং আমাদের শিক্ষা, সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটাতে হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ নির্মানের ঘোষণা দিয়েছেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে আত্মনিয়োগ করার আহ্বান জানান। 

 
পরিশেষে, রাষ্ট্রদূত জনাব এম আমানুল হক দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারী এবং তুরস্কের পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রভিনশিয়াল পরিচালক এবং উক্ত মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।  
2024-03-17
Download