১৬ ডিসেম্বর ২০২৩, কাঠমান্ডু:
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করেছে । সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয় । এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় । দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় । বিজয় দিবসের তাৎপর্যের উপর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ গৌরবময় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন । প্রধান অতিথির বক্তব্যে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত মোঃ গোলাম সরোয়ার জানান, বাংলাদেশ উন্নয়নের যে মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে তা জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফসল । রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মুক্তিযুদ্ধের মহান চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে । অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ, সার্ক ও নেপালে অন্যান্য সংস্থায় কর্মরত বাংলাদেশী কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, বিমানের কর্মকর্তাবৃন্দ ও নেপালে অবস্থিত বাংলাদেশ কম্যুনিটির সদস্যরা অংশগ্রহণ করেন ।