Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 27th March 2023
Press Release

ইসলামাবাদে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

 

ইসলামাবাদ, ২৬ মার্চ ২০২৩:

 

ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে দূতালয় প্রাঙ্গন বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সুসজ্জিত করা হয়।

 

সকালে দূতালয় প্রাঙ্গনে সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী। এসময় সমবেতকন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর হাইকমিশনার সকলকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে হাইকমিশনের কর্মকর্তাগণ স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য, গুরুত্ব ও বাঙ্গালী জাতির স্বাধীকার আন্দোলনে জাতির পিতার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

 

হাইকমিশনার তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ এবং সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইকশিনার বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ধানমন্ডির বাস ভবন থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়েই বাঙ্গালিরা পাকিস্থানি হানাদার বাহিনীর ওপর ঝাপিয়ে পড়েছিল, শুরু করেছিল সশস্ত্র সংগ্রাম। দেশমাতৃকাকে মুক্ত করার এ সংগ্রামে  লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাসে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু তার অপরিসীম সাহস, দৃঢ়চেতা মনোভাব ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালিদের সংগ্রামি হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন। বাংলাদেশের জাতীয় জীবনে স¦াধীনতা দিবস সবচাইতে গৗরবময় একটি দিন।

 

হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে সদ্য স্বাধীন বাংলাদেশ ১৯৭৪ সালের মধ্যেই বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘসহ প্রায় সবগুলো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করতে সক্ষম হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের জন্য শরণার্থী পুনর্বাসন, বাসগৃহ পুননির্মান, কৃষি সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়করণ কর্মসূচি, ত্রাণ কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ নানামূখী পদক্ষেপ গ্রহণ করেন। বঙ্গবন্ধু মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে শোষণ-বৈষম্যের অবসান ঘটিয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক সুখি-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার স¦প্নদ্রষ্টা ছিলেন।

 

হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পল্লী সঞ্চয় ব্যাংক, কমিউনিটি ক্লিনিক, আশ্রায়ন প্রকল্প,  শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নসহ সবগুলো উদ্যোগের কারনে  বাংলাদেশের মানুষের গড় আয়ু, শিক্ষার হার বৃদ্ধি, শিশু মৃত্যু হ্রাস ও মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করা হয়েছে, পদ্মাসেতু এবং মেট্রোরেল উদ্ধোধন করা হয়েছে। পায়রা গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবই এখন দৃশমান। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের মাধ্যমে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বির্নিমানে বাংলাদেশ দুর্নিবার গতিতে এগিয়ে যাচ্ছে।

 

সবশেষে  হাইকমিশনার সকল ভেদাভেদ ভুলে জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে ২০৪১ সালের মধ্যে একটি সুখি-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের লক্ষ্যে যার যার অবস্থানে থেকে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানান।

 

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হাইকমিশনার ও তাঁর সহধর্মিণী সন্ধ্যায় বাংলাদেশ হাউসে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে এক ইফতার-ডিনার এর আয়োজন করেন।

2023-03-26