হ্যানয়, ভিয়েতনাম ৩০ ডিসেম্বর ২০২৩:
বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনামে ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়।
এ উপলক্ষ্যে রাষ্ট্রদূত জনাব মোঃ লুৎফর রহমান চ্যান্সারী ভবনে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন । দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় পররাষ্টমন্ত্রী এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গ-এর উপস্থিতিতে দিবসটি চ্যান্সারীতে উদ্যাপিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ জাতীয় প্রবাসী দিবস ঘোষণায় বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে এবং আরও সহজে প্রাপ্তির বিষয়ে পরামর্শ দেন।
রাষ্ট্রদূত দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রবাসী বাংলাদেশীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ২০০৯-২০২৩ পর্যন্ত সরকারের উন্নয়ন কার্যক্রম এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন এবং ২০৪১ সম্পর্কে যথাযথভাবে প্রবাসী বাংলাদেশীদেরকে অবহিত করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী তাঁর কন্যা-মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ’টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে জনসাধারনের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু ও উন্নত প্রযুক্তির মেট্রোরেল যা যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং প্রবাসীদেরকে সরকারের সকল উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ ও বাংলাদেশী খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।