২৬ মার্চ ২০২৪, কাঠমান্ডু:
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস স্বাধীনতার ৫৩তম বার্ষিকী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। সকালে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী সমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে সার্কের মহাসচিব জনাব মোঃ গোলাম সারোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে ৬ মার্চ ২০২৪ তারিখে দূতাবাস কর্তৃক স্থানীয় একটি হোটেলে আয়োজিত কূটনৈতিক সংবর্ধনায় নেপালের উপ-রাষ্ট্রপতি জনাব রামসাহাই প্রসাদ যাদব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজ, গণমাধ্যম এবং বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।