Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 25th February 2024
Press Release

বাংলাদেশ দূতাবাস, ব্যাংককে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন

 

ব্যাংকক, ২১ ফেব্রুয়ারি ২০২৪ :

 

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করে। অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: আব্দুল হাই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, ভাষা শহিদ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া। এরপর মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষা শহিদ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিজ্ মালেকা পারভীন, এনডিসি, মিনিস্টার (কনস্যুলার) জনাব হাসনাত আহমেদ এবং কাউন্সেলর (ইকনোমিক) জনাব সারোয়ার আহমেদ সালেহীন। অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 

 

অনুষ্ঠানের ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাপর্বে অংশ নিয়ে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিজ্ মালেকা পারভীন, এনডিসি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, বাঙালি জনগণের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তানি পশ্চিমা শাষক গোষ্ঠীর বৈষম্য, ভাষা আন্দোলনে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবের অনন্য অবদান, ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে বঙ্গবন্ধুর কারাভোগ ইত্যাদি বিষয় তুলে ধরেন। এছাড়া, থাইল্যান্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব নেয়ামত আলী তালুকদার বাংলাদেশ কমিউনিটির পক্ষ হতে আলোচনাপর্বে অংশগ্রহণ করেন এবং ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আজন্ম মাতৃভাষাপ্রেমী বঙ্গবন্ধুর অসামান্য অবদানের ওপর আলোকপাত করেন। 

 

মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: আব্দুল হাই তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহিদ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ভাষা শহিদদের আত্মত্যাগ, ভাষা দিবস পালনের উদ্দেশ্য, বাঙ্গালী জাতির অধিকার আদায়ের আন্দোলন, ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর স্বীকৃতি, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অতুলনীয় অবদান ইত্যাদি বিষয় তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশি নব প্রজন্মের মাঝে মাতৃভাষা বাংলা চর্চা করার আহবান জানান। এছাড়াও তিনি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর কথা চিন্তা করে বৈদেশিক কর্মসংস্থানের জন্য অন্যান্য বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

 

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক কর্তৃক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে প্রবাসী শিশু কিশোরদের জন্য চিত্রাংকন ও বাংলা বর্ণমালা/শব্দ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে থাইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শিশু কিশোররা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ প্রত্যেক অংশগ্রহণকারী শিশুকে পুরস্কার প্রদান করা হয়। 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব মোঃ মাসূমুর রহমান।

2024-02-21
Download