হংকং, ১৮ মার্চ ২০২৪:
১২ টি দেশের ২২৯ প্রতিষ্ঠান নিয়ে অনুষ্ঠিত হংকং ফ্লাওয়ার শো ২০২৪-এ হংকংস্থ বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল অংশগ্রহণ করেছে। ‘এন্জেলোনা ফুল’ কে থিম করে হংকং লেইজার ও কালচারাল সার্ভিসেস ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে দেশ-বিদেশের অসংখ্য ফুল, গাছের সমারোহ রয়েছে।
ফুলের প্রদর্শনের পাশাপাশি এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, গান ও নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের উদ্যোগে গত ১৭ মার্চ ২০২৪ তারিখে একজন বাংলাদেশী শিক্ষার্থী মিজ ঐশী রাফজয়া রফিক ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে হংকং ফ্লাওয়ার শোর চেয়ারম্যান, মিজ টিনা-এর পক্ষ থেকে কনসাল জেনারেল মিজ ইসরাত আরাকে বাংলাদেশের অংশগ্রহণের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের জন্য হংকং লেইজার ও কালচারাল সার্ভিসেস ডিপার্টমেন্ট কর্তৃক বাংলাদেশ কনস্যুলেট এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও হাওয়াই এর শিল্পীগন এতে নৃত্য পরিবেশন করে।