বাংলাদেশ দূতাবাস, জাকার্তা কর্তৃক বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় সাথে ‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে দূতাবাস প্রঙ্গনে রাষ্ট্রদূত মোঃ তারিকুল ইসলাম স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তাগণ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহোদয় কর্তৃক প্রেরিত বাণী সমূহ পাঠ করেন। মহান বিজয় দিবসের তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচকগণ বলেন যে, বিজয় দিবসের এই দিনে আমরা স্বাধীন জাতি হিসাবে আত্ম প্রকাশ করি। তাঁরা মুক্তিযুদ্ধে এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের অমূল্য অবদানের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন যে, বিজয় দিবস আমাদের জাতির জীবনে একটি বিশেষ দিন যে সময় জাতি হিসাবে আমরা আমাদের পথ পরিক্রমা চিহ্নিত করতে সক্ষম হই এবং বিশ্বে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রদূত আরো বলেন যে, ২০২৪-এর জুলাই-আগষ্ট ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে অনন্যসাধারণ আত্মত্যাগ সামাজিক এবং অর্থনৈতিক সমতা ভিত্তিক উন্নয়ন অর্জনের লক্ষ্যে আমাদের বিপুল আক্ষাংকার বহি:প্রকাশ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনয়ন এবং সকলের জন্য সুযোগ সৃষ্ঠির মাধ্যমে আমরা আমাদের কাংক্ষিত অভিলক্ষ্য অর্জন করতে পারি। আলোচনা সভার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও এর পটভূমির উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধে এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।