Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 19th December 2024
Press Release

বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে মহান বিজয় দিবস উদযাপন

 

১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার :

 

যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে মহান বিজয় দিবস ২০২৪  উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গ এবং বাংলাদেশ কমিউনিটি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবস  উপলক্ষ্যে সমবেতস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর রাষ্ট্রদূত জনাব মেহ্‌দী হাসান উপস্থিত সুধীবৃন্দসহ জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এরপর দিবসটি উপলক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।

 

রাষ্ট্রদূত জনাব জনাব মেহ্‌দী হাসান তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান-এ শাহাদতবরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাষ্ট্রদূত উপস্থিত সুধীবৃন্দের সাথে বিজয় দিবস নিয়ে একটি তাৎক্ষনিক কথোপকথন করেন, যেখানে তারা বিজয় দিবসে তাদের অনুভূতি প্রকাশ করেন। উপস্থিত সুধীবৃন্দ নতুন বাংলাদেশ নিয়ে তাদের চাওয়া কি এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। তারা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ দেখতে চান- এই আশাবাদ ব্যক্ত করেন। মহান বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে সে লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত সবাই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

আলোচনা অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু কিশোরগণ এবং আমন্ত্রিত অতিথিগণ গান, নাচ, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।

2024-12-19
Download