১৬ ডিসেম্বর, ২০২৪, কলম্বোঃ
কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা এবং নানাবিধ কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন করেছে। সকালে দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশের মান্যবর হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় দুতাবাসের ডিফেন্স অ্যাটাশে সহ দুতাবাসে কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস- ২০২৪ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। দিবসটির তাৎপর্যর উপর মান্যবর হাইকমিশনার আলোচনা করেন। বক্তব্যে মান্যবর হাইকমিশনার মুক্তিযুদ্ধের সকল শহীদ ও নয়মাস ব্যাপী যুদ্ধে অংশ নেয়া সকল বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নতুন বাংলাদেশ গঠনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে সকলকে আহ্বান জানান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল-এর মধ্যে দিয়ে সকালের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিকালে ‘বাংলাদেশ হাউজে’ মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় যাতে শ্রীলঙ্কার গণ্যমান্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বাংলাদেশের বন্ধু সহ শ্রীলঙ্কায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।