Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 18th March 2024
Press Release

চেন্নাইতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত

 

চেন্নাই, ১৭ মার্চ ২০২৪:

 

বাংলাদেশ উপ হাই কমিশন, চেন্নাই যথাযোগ্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪’  উদ্‌যাপন করেছে। চ্যান্সারী প্রাঙ্গণ ও চেন্নাইতে অবস্থিত Vidya Sagar বিদ্যালয়ে দুই ভাগে দিনব্যাপী অনুষ্ঠানসূচীর আয়োজন করা হয়। উল্লেখ্য, Vidya Sagarবিদ্যালয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠান যাদেরকে এই ক্ষেত্রে চেন্নাইতে ‘Centre of Excellence’ হিসেবে বিবেচনা করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল উন্মুক্ত আলোচনা, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, Vidya Sagar বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের উপহার প্রদান।    

 

Vidya Sagar বিদ্যালয়ে অনুষ্ঠানের শুরুতে উপ হাই কমিশনার, জনাব শেলী সালেহীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত “Sky Nomads: The Incredible Journey of Migratory Birds” শীর্ষক বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী-এর উদ্বোধন করেন। বিশেষ আলোচনার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানওঅনুষ্ঠিত হয়। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে কেক কাটা এবং আপ্যায়নের মাধ্যমে Vidya Sagar বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়।   

 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক Mrs. Poonam Natarajan, তাঁর স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরিতে একসাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বাংলাদেশী প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।  

 

জনাব শেলী সালেহীন, উপ হাই কমিশনার তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত শিশুরাই বাংলাদেশকে ‘সোনার বাংলায়’ পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’। তাই, শিশুদের উন্নতির জন্য যথাযথ পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধু সবসময় বিশ্বাস করতেন একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে হলে শিশুদের উপর বিনিয়োগ করতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শিশুদের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সকল শিশুদের জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য বর্তমান সরকারের অঙ্গীকার পুর্নব্যক্ত করেন। 

 

দিবসটি উপলক্ষ্যে উপ হাই কমিশন প্রাঙ্গণেও বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে উপ হাই কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মিশনের কর্মকর্তাবৃন্দ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন। পরবর্তীতে, বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয় এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।  বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য বিশেষ দোয়ার মাধ্যমেদিনব্যাপী কর্মসূচির সমাপ্ত হয়।"    

2024-03-17
Download