Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 26th February 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট কর্তৃক “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩” পালন ৷

.

 

২২ ফেব্রুয়ারী ২০২৩:

 

রোমানিয়ার রাজধানী বুখারেস্টস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় — মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ ' পালন করা হয়।

 

প্রথমার্ধে, মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী এর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে সকাল ৯.৩০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় । দ্বিতীয়ার্ধে, রোমানিয়াতে স্বাভাবিক কর্মদিবস থাকায় আলোচনা অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬.৩০ মিনিটে। শুরুতেই ভাষা-শহিদগণ ও ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অমর একুশের গানের সাথে দূতাবাসের কর্মকর্তা- কর্মচারী ও আগত অতিথিদের নিয়ে ভাষা শহিদদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর ভাষা-আন্দোলন সংক্রান্ত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

,

মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে রোমানিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর শুভেচ্ছা জানান এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা শহিদদের। বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ অবদানের কথা স্মরণ করেন। তিনি আরোও বলেন ভাষা শহিদদের আত্নত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয় এবং ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারীকে ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতির পর ২০০০ সাল থেকে সমগ্র বিশ্ব এ দিবসটি পালন করে আসছে । তিনি রোমানিয়াতে বসবাসকারী বাংলাদেশিদের বৈধভাবে রোমানিয়াতে অবস্থান করার পাশাপাশি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণ করার জন্য উৎসাহিত করেন। এছাড়াও প্রবাসীদের যে কোন সমস্যায় তারা দূতাবাসের শরণাপন্ন হলে দূতাবাস তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ৷ পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত রুপকল্পসমূহ বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান ।

 

তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নির্দেশিত পথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকবৃন্দ ও দেশি-বিদেশি অতিথিদের সামনে সরকারের সাম্প্রতিক উন্নয়নসমূহ ও অর্জন সমূহ তুলে ধরেন। সবশেষে ভাষা-শহিদগণ, জাতির পিতা ও তাঁর পরিবারবর্গ, শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রা কামনা করে মোনাজাত করা হয়। উক্ত আলোচনা সভায় বিদেশি কূটনীতিকবৃন্দ, রোমানিয়ার পেশাজীবীগোষ্ঠী ও প্রবাসী বাংলাদেশিসহ প্রায় দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উক্ত আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র দূতাবাসের তৃতীয় সচিব ও দূতালয় প্রধান জনাব শেখ কৌশিক ইকবাল ।

2023-02-22