Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 19th March 2024
Press Release

দক্ষ প্রগতিশীল নাগরিক গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার

 

জেনেভা১৭ মার্চ ২০২৪:

 

“বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে শিশুদের দক্ষ, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে আমাদের পারিবারিক ও সামাজিক সংকল্প”। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত শিশু কিশোর সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান এ কথা বলেন।

 

রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, বাঙ্গালী জাতিসত্ত্বার বিকাশে ও বাঙ্গালীদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠনের রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাম্প্রদায়িকতামুক্ত ধর্মনিরপেক্ষ সমাজ এবং বাংলা ভাষার সম্মান রক্ষার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান বিধৃত করেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাবোধ, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে এবং বাঙালিদের সম্মান ও আত্মনিয়ন্ত্রণের বিষয়ে অনড় অবস্থান তাঁকে সমকালীন অনান্য নেতা থেকে স্বতন্ত্র্য করেছিলো। ফলশ্রুতিতে তিনি হয়ে উঠেছিলেন নেতা মুজিব থেকে বঙ্গবন্ধু।  বাঙালির সাংস্কৃতিক জাতিসত্ত্বা সংরক্ষণে এবং এ জাতির জন্য পৃথক রাষ্ট্রের জন্য রাজনৈতিক আন্দোলনে যুগপৎ নেতৃত্ব দিয়ে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

 

মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মিজ সঞ্চিতা হক আন্তর্জাতিক অঙ্গনে শিশু দিবস পালনের উপর আলকপাত করেন। তিনি আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু্র শিশুবৎসল দিকটি তুলে ধরেন।  প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে তিনজন প্রতিনিধিও বক্তব্য রাখেন।  

 

দিবসটি পালন উপলক্ষ্যে মিশন আয়োজিত অনুষ্ঠানমালার শুরুতে রাষ্ট্রদূত উপস্থিত শিশুদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।। শিশু কিশোর সমাবেশে বয়সভিত্তিক গ্রুপে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশ উপজীব্য করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

 

মিশনের কর্মকর্তা-কর্মচারীপরিবারের সদস্যগণসুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশী এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলে।  শিশুরা কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী পালন করে। অনুষ্ঠানে অভ্যাগতদের ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করা হয়।

2024-03-17