Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 8th June 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী” উদ্‌যাপিত ।

 

৩১ মে ২০২৩:

 

রোজ বুধবার, বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী” উদ্‌যাপন করা হয় । 


মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠানের প্রথমার্ধে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর এ দিবস উপলক্ষ্যে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। 


মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন যে, বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা এনে দিয়ে দেশবাসীর কাছে তিনি যেমন বরেণ্য হয়েছেন বঙ্গবন্ধু ও জাতির পিতা হিসেবে, তেমনি শান্তির সপক্ষে আপোসহীন অবস্থান তাঁকে বিশ্ববাসীর কাছেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। শান্তি ও স্বাধীনতার ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ তার সর্বোচ্চ সম্মান “জুলিও কুরি শান্তি” পদকে ভূষিত করেছে। তিনি আরোও বলেন যে, নেলসন ম্যান্ডেলা, ফিদেল ক্যাস্ট্রো, ইয়াসির আরাফাত, জওহরলাল নেহেরু প্রমুখ বিশ্বনন্দিত নেতৃবৃন্দ জুলিও কুরি পদক প্রাপ্ত বিশ্ববিশ্রুত নামের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের সংযোজন প্রমাণ করে বিশ্ববাসীর চোখে আমাদের জাতির পিতার সম্মান ও মর্যাদা হিমালয়সম উচ্চতায় অধিষ্ঠিত। 


পরিশেষে, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান । 

2023-05-31