জেদ্দা, ১৭ মার্চ ২০২৪:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরবের উদ্যোগে ১৭ মার্চ ২০২৪ তারিখে যথাযোগ্য মর্যাদায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪” কনস্যুলেট প্রাঙ্গণে উদ্যাপিত হয়। সূর্যোদয়ের অব্যবহিত পরেই জাতীয় সংগীত পরিবেশনের সাথে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের প্রথমভাগের অনুষ্ঠান শুরু হয়। অতঃপর মান্যবর কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্র এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ কনস্যুলেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে তরজমাসহ পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু’র জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মান্যবর কনসাল জেনারেল দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। তিনি শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করেন। মান্যবর কনসাল জেনারেল শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎ আখ্যায়িত করে তারা যেন ভবিষ্যতে জাতির পিতার জীবনাদর্শে দেশ গড়ার নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যে তাদেরকে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। মান্যবর কনসাল জেনারেল আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে যা বিশ্বে রোল মডেল। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের ২য় পর্ব বিকাল ০৩.৪৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের কুইজ প্রতিযোগিতায় জেদ্দাস্থ দু’টি বাংলাদেশী স্কুলের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করে। সর্বশেষে মান্যবর কনসাল জেনারেল কর্তৃক রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, কনস্যুলেটের তত্ত্ববধানে এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতির পিতার জীবন ও কর্মের উপর পূর্বেই এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্র, স্থানীয় বাংলাদেশী সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জেদ্দা প্রবাসী অনেক বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।