Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 18th March 2024
Press Release

বাংলাদেশ দুতাবাস, ওয়ারশ, পোল্যান্ড জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস'-২০২৪ উদযাপন

 

ওয়ারশ, ১৭ মার্চ:

 

বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ, পোল্যান্ড যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস'-২০২৪ দূতাবাস প্রাঙ্গণে উদযাপন করে। দিবসের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন। 


পবিত্র ধর্ম গ্রন্থসমূহ পাঠের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে প্রাপ্ত বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী উপস্থিত সকলকে পাঠ করে শুনানো হয়। মহান মুক্তিযোদ্ধে শহীদের স্মৃতির স্মরণে এক মিনিরটের নিরবতা পালন করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করেন। 


মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন যে, জাতির পিতা ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এবং স্বপ্নদ্রষ্টা। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণে আমাদের সকলকে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান । 


জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলে সাথে নিয়ে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অত্র দূতাবস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

2024-03-17
Download