মাস্কাট, ২৬ মার্চ ২০২৪:
বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ মার্চ ২০২৪ তারিখ ‘মহান স্বাধীনাতা দিবস ও জাতীয় দিবস ২০২৪’ পালিত হয়েছে। এসময় ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন।
এ দিন সকালে জাতীয় সংগীত পরিবেশনার সাথে মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ নাজমুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন, পবিত্র ত্রিপিটক ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
এসময় মান্যবর রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ , ২ লক্ষ সম্ভ্রম হারা মা বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের। তিনি উপস্থিত সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন জাতির পিতার অবিচল নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহিদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি মহান স্বাধীনতা অর্জন করেছে। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাসকে আমাদের তুলে ধরতে হবে যাতে তারা স্বাধীনতার মর্ম অনুধাবন করতে পারে, দেশ মাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বর্তমানে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রুল মডেলে পরিণত হয়েছে এবং উত্তরোত্তর উন্নতি লাভ করছে।
এসময় তিনি ওমান প্রবাসী সকল বাংলাদেশীকে স্থানীয় আইন কানুন মেনে চলার এবং বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের জন্য অনুরোধ করেন। তিনি সর্বজনীন পেনশনের প্রবাস স্কিমে অংশ নেওয়ার জন্য উদ্দাত্ত আহবান জানান। পরিশেষে তিনি দেশের সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সজাগ থাকতে সবাইকে আহবান জানান।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।