মাস্কাট, ১৬ ডিসেম্বর ২০২৪:
বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখ ‘মহান বিজয় দিবস’ পালিত হয়েছে। এ সময় ওমানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
এ দিন সকালে জাতীয় সংগীত পরিবেশনার সাথে অত্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ মৌসুমি রহমান সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
এরপর বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য সদস্যগণ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এসময় চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ মৌসুমি রহমান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। একই সাথে স্মরণ করেন জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহিদ সকলের অসামান্য আত্মত্যাগের কথা।
তিনি উপস্থিত সবাইকে দেশ মাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ও জাতির মুক্তির অগ্রযাত্রায় মিলিত হওয়ার আহবান জানান। এসময় তিনি ওমান প্রবাসী সকল বাংলাদেশীকে স্থানীয় আইন কানুন মেনে চলার এবং বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের জন্য অনুরোধ করেন। পরিশেষে তিনি দেশের সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সজাগ থাকতে সবাইকে আহবান জানান।
অনুষ্ঠানটি প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ প্রদর্শনের মাধ্যমে সমাপ্তি ঘটে।