Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 11th January 2024
Press Release

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 

দক্ষিণ আমেরিকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

 

দূতাবাস কর্তৃক আয়োজিত কর্মসূচীতে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ, বুদ্ধিজীবীগণ এবং ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধুর পরিবারের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪’ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এবং ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে উপজীব্য করে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

 

মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন যে, ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন দেশের মাটিতে পা রেখেই বঙ্গবন্ধু আবেগাপ্লুত হয়ে পড়েন। ১৯৭২ সালের ৮ জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে পদার্পন করেই কমনওয়েলথ-এর সদস্যপদ প্রাপ্তির উদ্যোগ গ্রহণ করার ঘটনা উল্লেখ করে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে অভিহিত করেন। যুদ্ধ-বিধ্বস্ত সদ্য-স্বাধীন বাংলাদেশের সার্বিক পুনর্গঠন এবং অল্পসময়ের মধ্যে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের কূটনৈতিক অর্জনকে রাষ্ট্রদূত কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়- বঙ্গবন্ধুর এই পররাষ্ট্র নীতির মূলমন্ত্র যে আজও প্রাসঙ্গিক রাষ্ট্রদূত তা উল্লেখ করেন।

 

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একত্রে কাজ করার আহ্বান জানান।দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় রাষ্ট্রদূত ফয়জুননেসা ব্রাজিল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদ এবং ১৫ আগষ্টের নারকীয় হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

2024-01-10
Download