Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 9th June 2024
Press Release

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কর্তৃক ‘বাংলাদেশ উৎসব’ উদযাপন

 

০৮ জুন ২০২৪, শনিবার:

 

গত ০৮ জুন ২০২৪ তারিখে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে উদযাপিত হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। বাংলা নববর্ষ-১৪৩১, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে সারাদিনব্যাপী আনন্দঘন এই উৎসব এর আয়োজন করা হয়। সুইডেনের বিদেশী অতিথিবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা পরিবারসহ স্বতঃস্ফুর্তভাবে উক্ত উৎসবে যোগদান করেন।

 

রাষ্ট্রদূত জনাব মেহ্‌দী হাসান ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আগত অতিথিদের বাংলা নববর্ষ-১৪৩১, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান। আগত অতিথিদের নিকট বাংলা নববর্ষ সূচনার ইতিহাস তুলে ধরা হয় এবং ইউনেস্কো কর্তৃক ২০১৬ সালের নভেম্বরে ‘মঙ্গল শোভাযাত্রা’কে ‘Intangible Cultural Heritage’ এর তালিকায় অন্তর্ভূক্তির কথা উল্লেখ করা হয়। এছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সাহিত্য ও জীবনী সম্পর্কেও আগত অতিথিদের অবগত করা হয়।

 

উদযাপনের অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণে বাংলা বর্ষবরণ উৎসবের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। নানান রঙের ব্যানারফেস্টুনপ্রতিকৃতি দিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সুইডেনের বিদেশী অতিথিবৃন্দ এবং বাংলাদেশীরা। এছাড়াও, উৎসবের অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন সামগ্রী, পোষাকহস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ গান, কবিতা, নাচ, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করেন।

2024-06-08
Download