Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st December 2021
Press Release

কোভিড মহামারীর মত দুর্যোগ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালীকরনের আহবান জানালো বাংলাদেশ

জেনেভা, ৩০ নভেম্বর ২০২১ঃ  

 

কোভিড মহামারীর মত সংকট মোকাবেলা করার জন্য বিশ্ব স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে  বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরো শক্তিশালী করার আহবান জানালো বাংলাদেশ।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব মো: মোস্তাফিজুর রহমান একথা বলেন। কোভিড-১৯ এর  মত সংকট মোকাবেলায় বর্তমান মহামারীর অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সম্বলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধ্বান্ত গ্রহণের  উদ্দেশ্যে তিনদিন ব্যাপী এ বিশেষ অধিবেশনটি হচ্ছে।

 

প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান।

 

আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতকরনের প্রক্রিয়া ও দেনদরবার শুরু করার কথা রয়েছে। সে বিষয়ে একটি দিকনির্দেশনা চলমান বিশেষ অধিবেশনে নেয়ার কথা রয়েছে। 

2021-11-30
Press release_30.11.2021.pdf Press release_30.11.2021.pdf