Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 16th November 2022
Press Release

বাংলাদেশ উপ-হাইকমিশন, করাচি-তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় সংবিধান দিবস উদযাপন

 

করাচি১৫ নভেম্বর ২০২২ঃ

 

বাংলাদেশ উপ-হাইকমিশন, করাচি ৪ নভেম্বর ২০২২ তারিখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে  জাতীয় সংবিধান দিবস উদযাপন করে।

 

পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত এবং বিশেষ দো’আ ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জাতীয় সংবিধান দিবস’এর কার্যক্রম শুরু করা হয়। অতঃপর জাতীয় সংবিধান দিবস ও সংবিধান গৃহিত হওয়ার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপ-হাইকমিশনার এস. এম. মাহবুবুল আলম মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অতঃপর দূতালয় প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এবং উপ-হাইকমিশনার এস.এম. মাহবুবুল আলমের সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

 

উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যের প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি উল্লেখ করেন জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম এবং ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনের পর মাত্র ১১ মাসেরও কম সময়ে ১৯৭২ সালের  ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তাই ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ৪ নভেম্বর ২০২২ বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হওয়ার গৌরবোজ্জ্বল সুবর্ণজয়ন্তী।

 

উপ-হাইকমিশনার উল্লেখ করেন যে, বাংলাদেশের জাতীয় সংবিধান সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করে। জাতীয় সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে বর্ণিত বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি বাংলাদেশ জন্মলগ্ন থেকেই অনুসরন করে আসছে। প্রতিটি নাগরিকের সামাজিক ও জাতীয় জীবনে জাতীয় সংবিধান মেনে চলা অবশ্য কর্তব্য ও নৈতিক দায়িত্ব। তিনি মন্তব্য করেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের মুক্তি-সংগ্রামের ইতিহাস ও জাতীয় সংবিধানের চেতনা ধারণের জন্য জাতীয় সংবিধান দিবস পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।

2022-11-15