Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 23rd June 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, স্টকহোম কর্তৃক সুইডেনে বাংলাদেশী ফল মেলা আয়োজন

 

২২ জুন, ২০২৩:

 

বাংলাদেশের ফলসমূহকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেবার প্রয়াস হিসেবে সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস ২২ জুন ২০২৩ তারিখে স্টকহোমে বাংলাদেশী ফল মেলা-র আয়োজন করে। সুইডেনে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকগণ, বিদেশী অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা দূতাবাস কর্তৃক আয়োজিত এই ফল মেলা-তে অংশগ্রহণ করেন।

 

সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মে এমন সব সুস্বাদু ও পুষ্টিকর ফলসমূহ উক্ত মেলায় প্রদর্শন করা হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, তেঁতুল, পেয়ারা, লটকন- ইত্যাদির সুমিষ্ট স্বাদ ও গন্ধে আমন্ত্রিত অতিথিগণ বিমোহিত হন। বিদেশী অতিথিবৃন্দ বাংলাদেশের ফলসমূহকে সেরা হিসেবে আখ্যায়িত করেন এবং সুইডেনের বাজারে ভবিষ্যতে বাংলাদেশী ফল আরো বেশী পরিমাণে পাবার আশা ব্যক্ত করেন।

 

রাষ্ট্রদূত জনাব মেহ্‌দী হাসান এক বিবৃতিতে বলেছেন, "আমরা সুইডেনে আমাদের বাংলাদেশের ফল নিয়ে প্রথমবারের মত এ ধরণের মেলা আয়োজন করতে পেরে আনন্দিত। দূতাবাস কর্তৃক আয়োজিত এই মেলার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত ফলের স্বাদ ও পুষ্টি গুণাগুণ বিশ্বের বিভিন্ন দেশের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এই মেলাতে আগত অতিথিবৃন্দদের অভূতপূর্ব সাড়া আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং এর মাধ্যমে সুইডেনের বাজারে বাংলাদেশের ফলের চাহিদা আরো বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।"

 

বাংলাদেশ দূতাবাস মনে করে যে দূতাবাস কর্তৃক আয়োজিত এই ফল মেলার মাধ্যমে সুইডেন ও অন্যান্য নরডিক দেশগুলোতে বাংলাদেশের ফল ও কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন হবে এবং ভবিষ্যতে আরও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে কাজ করবে।

2023-06-22
Download