২৫ মার্চ ২০২৪:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তা যথাযোগ্য মর্যাদায় ‘ জাতীয় গণহত্যা দিবস-২০২৪’ পালন করেছে। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তাগণ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন। অনুষ্ঠানে ‘ জাতীয় গণহত্যা দিবস’-এর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মোঃ তারিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন যে ১৯৭১-এ পাকিস্থানি দখলদার বাহিনী সুপরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালিদের গণহত্যা করে। গণহত্যার মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতাকামী বাঙালিদের স্বনিয়ন্ত্রিত স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া এবং জাতিসত্তাকে বিনাশ করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আহবানে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষ দখলদারী পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশকে স্বাধীন করে। তিনি ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রচারণা এবং তথ্যাদি সরবরাহের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সকলের ভূমিকার প্রয়োজনীয়তা কথা উল্লেখ করেন। সভায় দূতাবাসের কর্মকর্তাগণ দিবসটির তাৎপর্যের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহিদ সদস্য, ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে আত্মোৎসর্গকারী সকল শহিদ এবং সকল মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।