Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 11th January 2024
Press Release

বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

 

মাস্কাট, 10 জানুয়ারী 2024

 

বাংলাদেশ দূতাবাস, মাস্কাট এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিযে 10 জানুয়ারী 2024 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ নাজমুল ইসলাম মহোদয় এর সভাপতিত্বে ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

এ দিন দূতাবাসের অভ্যন্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে উন্মুক্ত আলোচনায় বক্তারা অংশগ্রহণ করেন। এসময় সবাই কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারা জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের পটভূমি নিয়ে আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1975 সালের 15ই আগষ্ট তাঁর পরিবারের সকল শহীদদের এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, 1972 সালের 10 ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অতি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তনের প্রাক্কালে বঙ্গবন্ধু বিশ্বের সকল দেশের প্রতি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান। যার পথ ধরে দ্রুততম সময়ের মধ্যে স্বাধীন বাংলাদেশ পৃথিবীর অধিকাংশ দেশের স্বীকৃতি লাভ করে।

 

মান্যবর রাষ্ট্রদূত মহোদয় অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি ওমান প্রবাসী সকল বাংলাদেশীকে স্থানীয় আইন-কানুন মেনে চলার, বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ ও সর্বজনীন পেনশনে অংশ নেওয়ার ও সচেতনতা বাড়তে সহযোগিতার জন্য অনুরোধ করেন। অবশেষে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় সকলকে দেশের সামগ্রিক কল্যাণে একত্রে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

2024-01-10
Download