Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 18th March 2024
Press Release

বাংলাদেশ দূতাবাস দি হেগ-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত

 

 

 

১৭ মার্চ ২০২৪, দি হেগঃ

 

গতকাল (১৭ মার্চ) বাংলাদেশ দূতাবাস, দি হেগ এ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০৪ উদযাপিত হয়েছে। জাতীয় শিশু দিবস ২০২৪ এর প্রতিপাদ্য ছিল “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে”। এ আয়োজনে নেদারল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিক, দূতাবাস পরিবার এবং বিদেশি বন্ধুরা অংশগ্রহণ করেন।   

 

সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিকালে মূল আয়োজন অনুষ্ঠিত হয়। প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র এ সময় প্রদর্শিত হয়। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪” এর উপর আলোচনা সভায় রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন পর্যায়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন, অসাধারণ নেতৃত্বগুণ এবং রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলশ্রুতিতে এই দূতাবাসের মত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করা সম্ভবপর হচ্ছে। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন এবং শোষিত বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য তার সংগ্রাম ও কারাবরণের ইতিহাসের উল্লেখ করেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে “জাতীয় শিশু দিবস” পালনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে প্রবাসী শিশু কিশোরদের জন্য একটি চিত্রাঙ্গকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু কিশোরদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এছাড়া, শিশু কিশোররা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃতি করে। অনুষ্ঠানের সমাপ্তিতে আগত অতিথিদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। 

2024-03-17