Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 8th March 2023
Press Release

লস এঞ্জেলেসে“ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন।

 

 লস এঞ্জেলেস, ৭ মার্চ ২০২৩:

 

লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে “ঐতিহাসিক ৭ই মার্চ” উদযাপন করে।  

 

কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কনসাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে “ঐতিহাসিক ৭ই মার্চ” কর্মসূচির সূচনা করা হয়। অতঃপর জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় অর্জনে ৭মার্চের ঐতিহাসিক ভাষণের  গুরুত্ব ও অবদান তুলে ধরেন। এ ভাষণ UNESCO  কর্তৃক World’s Documentary Heritage-এর মর্যাদা দিয়ে Memory of the World International Register-এ অন্তর্ভুক্ত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের নিহত সকল সদস্য ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।  

2023-03-07
Download