Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th July 2024
Press Release

সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আসিফ শাহকার সৈয়দ-কে বাংলাদেশী পাসপোর্ট প্রদান

 

সোমবার, ২৯ জুলাই ২০২৪:

 

সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আসিফ শাহকার সৈয়দ-কে বাংলাদেশী পাসপোর্ট প্রদান করা হয়েছে। রাষ্ট্রদূত জনাব জনাব মেহ্‌দী হাসান দূতাবাস প্রাঙ্গণে তাঁর হাতে বাংলাদেশী ই-পাসপোর্ট তুলে দেন।

 

জনাব আসিফ শাহকার সৈয়দ পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানের লাহোরে ছিলেন এবং বাংলাদেশের প্রতি অকুন্ঠ সমর্থন দেন। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়। পরবর্তীতে তিনি সুইডেনের নাগরিক হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তাকে Friends of Liberation War of Bangladesh সম্মাননায় ভূষিত করা হয়। সম্প্রতি, তার আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।

2024-07-29
Download