Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th August 2023
Press Release

গ্রিস প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফারেন্স-২০২৩

 

এথেন্স, ২৮ আগস্ট ২০২৩:

 

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গ্রিসে বাংলাদেশি নতুন প্রজন্মÓ– এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমদের পৃষ্ঠপোষকতায় প্রবাসে বড় হওয়া দ্বিতীয় প্রজন্মের বাংলাদশি তরুণ-তরুণীদের অংশগ্রহণে গত ২৫ আগস্ট ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সম্মেলন, ইয়ুথ কনফারেন্স-২০২৩।   নতুন প্রজন্মের ভাষাগত দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তিগত দক্ষতা এবং বহুমুখী দৃষ্টিভঙ্গী একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের সম্পদ হতে পারে, অন্যদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমুর্তি সংরক্ষণ ও সম্প্রসারণে জোরালো ভূমিকা পালন করতে পারে।  তাই, এই উদ্দেশ্যকে সামনে রেখে দ্বিতীয় প্রজন্মের প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের এবং তাদের অভিভাবকদের নিয়ে এথেন্সস্হ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উল্লিখিত অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আমেরিকা, কানাডা-সহ গ্রিস ও পার্শ্ববর্তী ইউরোপীয় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকগণ অংশ গ্রহণ করেন।

 

বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।  এরপর, দুটি তথ্যমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয় যার একটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে নতুন প্রজন্মের ভাবনা কিভাবে নিয়েছে বিষয়টিকে এবং অন্যটিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন সাক্ষাৎকার থেকে গৃহীত মতামতের ভিত্তিতে আগামীর পৃথিবীতে কেমন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- সে বিষয়টিকে তুলে ধরা হয়।

 

মান্যবর রাষ্ট্রদূত এই আয়োজনে অংশগ্রহণের জন্য উপস্থিত দ্বিতীয় প্রজন্মের প্রবাসী তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।  তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশি দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিরা গ্রিসে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক।  বিদেশের মাটিতে দেশের ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে দিতে তারা অনুঘটকের ভূমিকা পালন করতে পারে।  দ্বিতীয় প্রজন্মের তরুণ-তরুণীদের বাংলাদেশের একেকজন প্রতিনিধি বলে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে দক্ষ ও উদ্যমী তরুণরাই চালিকা শক্তি।  কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশি তরুন প্রজন্মকে তৈরি হবারও আহবান জানান তিনি।  তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে বিদেশে অবস্থান করেও তরুণরাও সক্রিয় ভূমিকা রাখতে পারেন।  কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে পৃথিবীতে যেমন নতুন যুগের সৃষ্টি করবে তেমনি আগামী প্রজন্মের জন্য বিরুপ পরিস্থিতি ও প্রতিবন্ধকতাও তৈরি করবে।  তাই, নতুন প্রজন্মকে সে সময়ের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলার আহবান জানান। রাষ্ট্রদূত উপস্থিত অভিভাবকদের নানা সীমাবদ্ধতার মাঝে থেকেও তাদের ছেলে-মেয়েদের দায়িত্বশীল আন্তর্জাতিক নাগরিক হিবেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান।   তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্রও উপস্থিত তরুণ-তরুণীদের কাছে তুলে ধরেন এবং তাদেরকে বুদ্ধিদীপ্ত জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার মাধ্যমে “র্স্মাট বাংলাদশে”গড়তে ভূমিকা রাখার আহবান জানান।

 

এরপর গ্রিসে দ্বিতীয় প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিশ জন তরুণ-তরুণী বাংলা, ইংরেজি ও গ্রিক ভাষায় তাদের মতামত ব্যক্ত করেন।  আলোচনায় তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং দৈনন্দিন ব্যক্তি জীবনে, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে এর অবস্থান কোথায়, এর সঠিক ভূমিকা, কিভাবে একে মানব কল্যাণে কাজে লাগানো যাবে- সে সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা, চিন্তা ও ভাবনা তুলে ধরেন।  এছাড়া, তারা গ্রিসের মাটিতে শিক্ষাজীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি নিয়েও আলোকপাত করেন।  তারা কৃত্রিম বুদ্ধিমত্তার অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয়ের সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য সংকটের আশংকা ব্যক্ত করে এর থেকে পরিত্রাণের উপর গুরুত্বারোপ করেন।  তারা এই প্রযুক্তি নির্ভর পৃথিবীতে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে গ্রিক ও বাংলাদেশিদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন দূতাবাসের মিনিস্টার মো. খালেদ।  দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিত কুমার পাল আলোচনায় অংশগ্রহণ করেন।

 

সম্মেলনে উপস্থিত অভিভাবকগণ বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রযুক্তি জ্ঞান, মেধা ও  দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।  গ্রিসে বসবাসরত দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি তরুণ-তরুণী ও অভিভাবকগণ এমন একটি অংশগ্রহণমূলক অনুষ্ঠান আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান।

2023-08-28
Download