Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 18th December 2023
Press Release

উৎসব-মুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট কর্তৃক “মহান বিজয় দিবস-২০২৩” উদযাপিত হয়েছে।

 

১৬ ডিসেম্বর ২০২৩:

 

আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান বিজয় দিবস-২০২২’ উদযাপন করা হয়।

 

শনিবার মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী-এর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গনে সকাল ৯.০০ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ১২:০০ টায়। সমাবেত অতিথিবৃন্দ মিলে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতীয় সঙ্গীতকে বাঁশির সুরে উপস্থাপন করেন জনাব সৌভিক দাস। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মান্যবর রাষ্ট্রদূত কেক কাটেন। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। উল্লেখ্য, প্রায় ৫০ জন বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়, যাদের মধ্যে উপস্থিত ছিলেন কূটনীতিক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, নৃত্যশিল্পী প্রমুখ। এছাড়াও, ৩০০ জনের অধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে রোমানিয়ায় অবস্থানরত সকল বাংলাদেশিকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর দূরদর্শী নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের প্রতি যাঁদের ত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের মানচিত্র। এছাড়াও, তিনি বলেন যে অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এজন্য সকল প্রবাসিদের বৈধপথে রেমিটেন্স প্রেরণ এবং বিদেশে ইতিবাচক কর্মকাণ্ডে নিযুক্ত থেকে দেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

 

এরপর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ, জাতির পিতা ও পরিবার, সকল বীর মুক্তিযোদ্ধাসহ দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশি-বিদেশি শিল্পীদের কবিতা আবৃত্তি, দেশের গান, আধুনিক গান, ক্লাসিকাল নৃত্য ও রোমানিয়ান নৃত্যকলা প্রদর্শন করা হয়।

 

সবশেষে প্রায় ৩৫০ অতিথিদের বাংলাদেশি খাবার (খাসির মাংশ, পোলাও, ডাল, ডিম, সেমাই, কেক, কোলা)-এর মাধ্যমে দুপুরের খাবারে আপ্যায়ন করা হয়।

2023-12-16
Download