৩০ ডিসেম্বর ২০২৩:
যথাযথ মর্যাদায় তুরস্কে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালন করা হয়। শুরুতেই দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা মোহাম্মদ ইফতেকুর রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন। রাষ্ট্রদূত বক্তব্যের শুরুতেই এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায তারাও সমান অংশীদার’-এর উপর আলোকপাত করেন এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অনন্য অবদানের কথা উপস্থিত সকলকে অবহিত করেন। অত:পর বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকলের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে এবং বাঙ্গালী জাতির মূল্যবোধ ও অধিকার প্রতিষ্ঠায় তিনি যে আজীবন সংগ্রাম করেছেন তাঁর প্রতি আলোকপাত করেন। মান্যবর রাষ্ট্রদুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাচ্ছি বলে তিনি প্রবাসী বাংলাদেশীদের মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প-২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।
সবশেষে, দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামানায় বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।