৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার:
প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার- প্রতিপাদ্যের আলোকে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এরপর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত জনাব জনাব মেহ্দী হাসান তাঁর বক্তব্যের শুরুতে এই বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে বিদেশের মাটিতে জনমত সৃষ্টি করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের সক্রিয় সহযোগিতা ও অবদান অনস্বীকার্য। প্রবাসীদের হাত ধরেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশে পরিণত হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান এর পরবর্তী অংশে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশীরা গান, নাচ, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।