Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 3rd July 2024

হংকংয়ে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও ‘প্রবাস পেনশন’ স্কীমে অংশগ্রহণের আহ্বান


Publish Date: 2024-06-23
Press Release

pic4

 

হংকং, ২৩ জুন ২০২৪:

 

আজ ২৩ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকংয়ে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী কর্মীদের ছুটির দিন রবিবারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রায় ১২০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন। পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম ভাগে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও ‘প্রবাস পেনশন’ স্কীমে রেজিস্ট্রেশন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে কর্মীদের চিত্ত বিনোদনের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম সচিব (শ্রম) জনাব জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

উপস্থিত নারী কর্মীদের সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অতপর: কনসাল জেনারেল কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অন্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং ‘প্রবাস পেনশন’ স্কীমে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি নারী কর্মীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি কনস্যুলেট থেকে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত নারী কর্মীগণের কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা প্রবাস পেনশন স্কীমে রেজিস্ট্রেশনের বিষয়ে আগ্রহ প্রকাশ করার পাশাপাশি প্রবাসীদেরকেও সার্বজনীন পেনশন স্কীমের বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব উপলব্ধি করতে পেরে তারা বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নারী কর্মীগণের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা দেশাত্ববোধক গান, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে কর্মীদের জন্য রাফেল ড্র-এর আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। প্রবাসজীবনে ঈদ উদযাপনের সুযোগ করে দেয়া এবং এ ধরনের আন্তরিক ও আনন্দঘণ অনুষ্ঠান আয়োজনের জন্য অংশগ্রহণকারী নারী কর্মীগণ বাংলাদেশ কনস্যুলেটকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকংয়ে কর্মরত নারী কর্মীদের জন্য নিয়মিত বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে। কাজের ক্ষেত্রে একঘেয়েমি দূর করে নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে এ আয়োজন তাদেরকে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা যাচ্ছে।

2024-06-23
Download